চিত্রশিল্পী ভাস্করের স্মরণে এনটিভি কার্যালয়ে দোয়া মাহফিল
সদ্য প্রয়াত এনটিভির গ্রাফিক্স বিভাগের ব্যবস্থাপক চিত্রশিল্পী কামরুজ্জামান ভাস্করের স্মরণে এনটিভির প্রধান কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আসর আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, হেড অব ফাইন্যান্স এম ডি গোলাম রওশন ইয়াজদানী, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান টিটু, প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, গ্রাফিক্স বিভাগের প্রধান মো. তানভীরুল ইসলাম মিঠুসহ বিভিন্ন বিভাগের সহকর্মীরা।
গত ২২ আগস্ট রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান কামরুজ্জামান ভাস্কর। তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৫ বছর। দীর্ঘদিন ধরে ক্রনিক কিডনি রোডে ভুগছিলেন তিনি। ২০০৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত এনটিভিতে কর্মরত ছিলেন তিনি।
দেশের অ্যানিমেশন শিল্প যাঁদের হাত ধরে প্রসারিত হয়েছে, কামরুজ্জামান ভাস্কর তাঁদের অন্যতম। বিখ্যাত মীনা কার্টুনের নেপথ্যের শিল্পীদেরও অন্যতম এই ভাস্কর। অ্যানিমেশন শিল্পী হিসেবে ‘শিল্পী আলী আজম স্মৃতি পুরস্কার’সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন কামরুজ্জামান ভাস্কর।
গুণী এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক জানান এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং এনটিভি পরিবারের সদস্যরা।