এনটিভির প্রয়াত কর্মী কামরুজ্জামান ভাস্করের জীবন বীমার চেক হস্তান্তর
এনটিভির গ্রাফিক্স বিভাগের সিনিয়র অ্যানিমেটর চিত্রশিল্পী কামরুজ্জামান ভাস্করের (৪৫) জীবন বীমা দাবির ১১ লাখ ২৩ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির কার্যালয়ের বোর্ডরুমে এই চেক হস্তান্তর করা হয়।
কামরুজ্জামানের স্ত্রী হাবিবা ফেরদৌসীর কাছে চেক তুলে দেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জিয়াউল হক ও এনটিভির পরিচালক আশফাক উদ্দিন আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন এনটিভির হেড অব ফাইন্যান্স গোলাম রওশন ইয়াজদানী, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, হেড অব নিউজ জহিরুল আলম, এনটিভি অনলাইনের প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, হেড অব মার্কেটিং অঞ্জন কুমার দত্ত, হেড অব প্রোগ্রাম আলফ্রেড খোকন, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান টিটু।
গত ২২ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মারা যান কামরুজ্জামান ভাস্কর। দীর্ঘদিন ধরে কিডনি রোগে তিনি। ২০০৬ সাল থেকে এনটিভিতে কর্মরত ছিলেন ভাস্কর।
দেশের অ্যানিমেশন শিল্প যাদের হাত ধরে প্রসারিত হয়েছে কামরুজ্জামান ভাস্কর তাদের অন্যতম। বিখ্যাত মীনা কার্টুনের নেপথ্যের শিল্পীদেরও অন্যতম একজন এই ভাস্কর।
অ্যানিমেশন শিল্পী হিসেবে ‘শিল্পী আলী আজম স্মৃতি পুরস্কার’সহ অনেক সম্মাননায় ভূষিত হয়েছেন কামরুজ্জামান ভাস্কর।