এনটিভির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের চুক্তি সই
ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. (এনটিভি) এর সঙ্গে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবন এনটিভির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তি অনুযায়ী, এনটিভির কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলরা ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।
এসব সুবিধার মধ্যে রয়েছে— প্যাথলজিক্যাল পরীক্ষায় ৪০ শতাংশ, ইমেজিং টেস্ট ৩৫ শতাংশ, ইটিটি ও স্পাইরোমেট্রিতে ৩০ শতাংশ, ফিব্রোস্ক্যানে ২৫ শতাংশ, ভর্তি রোগীদের জন্য বেড ও সার্ভিস চার্জে ১০ শতাংশ, আইসিইউতে ভর্তি রোগীর বেড চার্জ ১০ শতাংশ, জরুরি ফিতে ১০ শতাংশ ছাড়, দন্ত্য ফিজিওথেরাফি ও অ্যাম্বুলেন্স ১০ শতাংশ, সব ধরনের বাংলাদেশি ওষুধে ৫ শতাংশ ছাড় দেওয়া হবে।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ আর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন।
এ সময় ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যনেজার মো. হাফিজুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আব্দুল কুদ্দুস, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ সাদ আবদুল্লাহ।
এনটিভির পক্ষ থেকে উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, বিপণন প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, চিফ গ্রফিক ডিজাইনার মো. তানভিরুল ইসলাম, চিফ করেসপন্ডেন্ট সফিক শাহীন, ব্রডকাস্ট বিভাগের এজিএম আব্বাস উদ্দিন শান্ত, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এজিএম আসাদুজ্জামান টিটুসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক