সড়কে ঝরল ৩ ভাইয়ের প্রাণ, পাশাপাশি কবরে দাফন
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন ভাইয়ের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) দুপুরে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালীর সদকি ইউনিয়নের দুধরাজপুর মহম্মদপুর কেন্দ্রীয় কবরস্থানে পাশাপাশি কবরে তাদেরকে দাফন করা হয়।
গতকাল শনিবার (৬ ডিসেম্বর) মধ্যরাতে ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী তিন ভাই।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বোনের শাশুড়ির মৃত্যুর খবর পেয়ে শনিবার রাতে মোটরসাইকেলযোগে ফরিদপুরের উদ্দেশে রওনা দেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের আপন দুই ভাই সুমন ও রিমন এবং চাচাতো ভাই আশিক মোল্লা।
রাত আনুমানিক ১টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের মাধবপুর কবরস্থানের সামনে দুর্ঘটনায় পড়েন তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন দুই ভাই সুমন ও রিমন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় চাচাতো ভাই আশিক মোল্লার।
আজ দুপুরে নিহতদের মরদেহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিজ বাড়িতে নেওয়া হয়। একই সঙ্গে তিন ভাইয়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমারখালী থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, শনিবার মধ্যরাতে ফরিদপুরের-ভাঙ্গা সড়কে দুর্ঘটনায় পড়েন তারা। তিনজনের দাফন সম্পন্ন হয়েছে।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া