মব জাস্টিস আর চলবে না : জেলা প্রশাসক
‘আইন হাতে তুলে নিবেন না। মব জাস্টিস আর চলবে না’ বলে প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়ার নতুন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক এ প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সব কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানপ্রধান, জুলাইযোদ্ধা, সুধীজন ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের এ মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, ২০১৪ সালের নির্বাচনে যদি ভোট না উঠে যেত এ দেশ থেকে, তাহলে পতিত সরকারের এতটা দুর্দশা হতো না। কারণ এর আগে ১৯৯৬, ২০০১ ও ২০০৮-এ সরকার পরিবর্তন হয়েছে। কিছু সমস্যা হয়তো হয়েছে আইনশৃঙ্খলার। তবে এমন ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়নি। সমস্যা সৃষ্টি হলো যখন এ দেশ থেকে ভোট উঠে গেল। সুতরাং ভোট যে খুব ছোট্ট একটি কাজ, সামান্য একটি অধিকার—তা কিন্তু নয়।
জেলা প্রশাসক আরও বলেন, ‘অন্ন, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা যেমন মানুষে অধিকার—একইভাবে সুষ্ঠুভাবে ভোট দিয়ে আমার প্রার্থীকে নির্বাচিত করব, এটাও আমার অধিকার। যিনি আমাদের সুখে দুঃখে পাশে থাকবেন। কষ্ট দুর্দশা সরকারের কাছে পৌঁছে দেবেন। সুতরাং আগামী নির্বাচনে কোনো ছাড় দেওয়া হবে না। যেকোনো মূল্যে সুষ্ঠু ভোট আয়োজন করব।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘সরকারের সক্ষমতা অনুযায়ী উন্নয়ন কাজ চলমান থাকবে। যদি কোনো ঠিকাদার সঠিকভাবে কাজ না করে থাকে তাহলে সরকারই আমাকে ফোন দিবে। আইন হাতে তুলে নিবেন না। মব জাস্টিস আর চলবে না। তাহলে আমরা শক্তহাতে প্রতিহত করব। কাউকেই ছাড় দেওয়া হবে না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার, থানার অরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসাইন, কুমারখালী প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন, আহত জুলাইযোদ্ধা আবু হানিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকাশ মাহমুদ প্রমুখ।

এম আর নয়ন, কুষ্টিয়া (কুমারখালী-খোকসা)