উদ্ধার হওয়া ১৮ কেজির মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী
কুষ্টিয়ার দৌলতপুরে উদ্ধার হওয়া শক্তিশালী একটি মর্টার শেল সফলভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম। শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার দৌলতখালী গ্রামের একটি নির্জন মাঠে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়।
যশোর ক্যান্টনমেন্ট থেকে আসা ১৭ সদস্যের একটি বিশেষজ্ঞ দল এই নিষ্ক্রিয় কার্যক্রম পরিচালনা করে। ক্যাপ্টেন রিফাতের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দৌলতপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মানসুরসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিত্যক্ত এই মর্টার শেলটি বিস্ফোরণের সময় এলাকায় বিকট শব্দের সৃষ্টি হলেও সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামের অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃত আসমত উল্লাহর বসতবাড়ি থেকে মর্টার শেলটি উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ২৪ ইঞ্চি উচ্চতার এই মর্টার শেলটির ওজন ছিল প্রায় ১৮ কেজি। সংশ্লিষ্টদের ধারণা, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল, যা এতদিন সেখানে পরিত্যক্ত অবস্থায় ছিল।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, পরিত্যক্ত মর্টার শেল উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীকে অবহিত করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ডিসপোজাল টিম রাত থেকেই এলাকায় অবস্থান নেয় ও আজ দুপুরে বিশেষজ্ঞ দলের মাধ্যমে এটি নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।

সাবিনা ইয়াসমিন শ্যামলী, কুষ্টিয়া