সিরীয় সেনাবাহিনী-এসডিএফের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল
সিরিয়ার সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর মধ্যে চলমান যুদ্ধবিরতি আরও ১৫ দিনের জন্য বাড়ানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) রাতে এ ঘোষণা দেয়।
মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় রাত ১১টা থেকে কার্যকর হওয়া এই বর্ধিত যুদ্ধবিরতির মূল উদ্দেশ্য হলো—কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন আটক কেন্দ্র থেকে আইএসআইএল (আইএস) সংশ্লিষ্ট বন্দিদের যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে স্থানান্তর প্রক্রিয়াকে সহায়তা করা। খবর আল জাজিরার।
এসডিএফও যুদ্ধবিরতি বাড়ানোর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, এই চুক্তি ‘উত্তেজনা প্রশমন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে’।
দামেস্ক থেকে আল জাজিরার প্রতিবেদক আইমান ওঘান্না জানান, এই ঘোষণায় দেশজুড়ে কিছুটা স্বস্তির অনুভূতি তৈরি হয়েছে। তবে যুদ্ধবিরতিকে স্বাগত জানানো হলেও মূল সমস্যার সমাধান না হওয়ায় উদ্বেগ রয়ে গেছে। আর সেই মূল সমস্যা হলো—এসডিএফের যোদ্ধা ও বেসামরিক প্রতিষ্ঠানগুলোকে সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে কীভাবে একীভূত করা হবে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গত বছরের মার্চে কুর্দি নেতৃত্বাধীন এসডিএফকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়ে একটি চুক্তিতে সই করেন।
তবে চুক্তিটি বাস্তবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়, যার ফলে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের বিভিন্ন এলাকায় ভয়াবহ সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
এই সপ্তাহের শুরুতে দামেস্ক চার দিনের একটি যুদ্ধবিরতি ঘোষণা করে। যার ফলে সরকারি বাহিনী দ্রুত অগ্রসর হয়ে এসডিএফের নিয়ন্ত্রণে থাকা বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়।
গত মঙ্গলবার (২০ জানুয়ারি) যুদ্ধবিরতি ঘোষণার সময় সিরীয় বাহিনী উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি-নিয়ন্ত্রিত শেষ দিকের কয়েকটি শহরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তখন এসডিএফকে শনিবার (২৪ জানুয়ারি) রাত পর্যন্ত সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা উপস্থাপনের সময় দেওয়া হয়।
এই অভিযানের ফলে গুরুত্বপূর্ণ তেলক্ষেত্র, জলবিদ্যুৎ বাঁধ এবং আইএস যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের রাখা কিছু আটক কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণে চলে আসে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সিরীয় সরকার ও এসডিএফ—উভয় পক্ষকেই যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়ে আসছে।
বুধবার (২১ জানুয়ারি) ওয়াশিংটন ঘোষণা করে, তারা সিরিয়া থেকে আইএস সংশ্লিষ্ট বন্দিদের ইরাকে স্থানান্তর শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় ৭ হাজার মানুষকে ইরাক-নিয়ন্ত্রিত স্থাপনায় সরিয়ে নেওয়া হতে পারে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, আমরা ইরাক সরকারসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছি এবং আইএসকে স্থায়ীভাবে পরাজিত করার লক্ষ্যে তাদের ভূমিকার জন্য আমরা কৃতজ্ঞ।

এনটিভি অনলাইন ডেস্ক