এনটিভি ও ইবনে সিনা ট্রাস্টের করপোরেট চুক্তি সই
দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা ট্রাস্ট ও ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লি. (এনটিভি) এর মধ্যে করপোরেট চুক্তি স্বাক্ষর হয়েছে। চুক্তি অনুযায়ী, এনটিভির কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীলরা ইবনে সিনা ট্রাস্টের সব শাখা থেকে মেডিকেল সার্ভিস গ্রহণে বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
আজ বুধবার (১২ নভেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসি ভবন এনটিভির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।
চুক্তিপত্রে স্বাক্ষর করেন এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ ও ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী।
চুক্তি অনুযায়ী, দেশজুড়ে ইবনেসিনার ২৭টি শাখা থেকে ওয়ান-স্টপ ও করপোরেট সার্ভিসের মাধ্যমে এনটিভির কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার সদস্যরা আইডি কার্ড দেখিয়ে ডিসকাউন্ট সুবিধা নিতে পারবেন। একইসঙ্গে চুক্তির আওতায় এনটিভির কর্মচারী ও তাদের নির্ভরশীলরা ঢাকাসহ দেশের সব শাখা থেকে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।
সুবিধার মধ্যে রয়েছে— প্যাথলজিক্যাল ও পিসিআর পরীক্ষায় ৩৫ শতাংশ, রেয়ার টেস্ট, রেডিওলজিক্যাল ও ইমেজিং পরীক্ষায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। সার্জারির ক্ষেত্রেও আংশিক ছাড় দেওয়া হবে। ডাক্তার দেখানো ও ভর্তি সংক্রান্ত যাবতীয় সহায়তার জন্য থাকবেন ইবনে সিনা ট্রাস্টের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
এ সময় এনটিভির পরিচালক নুরুদ্দীন আহমেদ বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত এখনো কিছুটা দুর্বল। তবে ইবনে সিনা ট্রাস্ট তাদের করপোরেট সেবার মাধ্যমে সব চাহিদা পূরণ করতে পারবে বলে আমরা আশা প্রকাশ করছি। এর আগেও দেশের সাংবাদিকদের সঙ্গে ইবনে সিনা ট্রাস্টের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। ইবনে সিনার এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
এসময় ইবনে সিনা ট্রাস্টের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নিয়াজ মাখদুম শিবলী বলেন, ইবনে সিনা ট্রাস্ট কোন ব্যক্তি মালিকানাধীন লাভজনক প্রতিষ্ঠান নয়। এটি একটি ট্রাস্টের মাধ্যমে সাধারণ মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। আমারা কোন ডাক্তারকে কমিশন দিই না। তাই আমরা কম খরচে ভালো মানের সেবা দিতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন ইবনে সিনা ট্রাস্টের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের করপোরেট রিজিওনাল ইনচার্জ মোহাম্মদ মাসুদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল হেড অব বিজনেস মাকদুম শিবলি, সিনিয়র করপোরেট অফিসার বিপ্লব হোসেন ও অ্যাসিস্ট্যান্ট ম্যনেজার আবু আবদুল্লাহ রাসেল।
আরও উপস্থিত ছিলেন এনটিভির মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার সুলতানা এ বানু, অর্থ ও হিসাব বিভাগের প্রধান মো. গোলাম রওশন ইয়াজদানী, অনলাইনের সম্পাদক ও প্রধান খন্দকার ফকরউদ্দীন আহমেদ, বিপণন প্রধান অঞ্জন কুমার কুণ্ডু, প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন, অনুষ্ঠান বিভাগের মহাব্যবস্থাপক আলফ্রেড খোকন, ব্রডকাস্ট বিভাগের এজিএম আব্বাস উদ্দিন শান্ত, মানবসম্পদ ও প্রশাসন বিভাগের এজিএম আসাদুজ্জামান টিটুসহ এনটিভির বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক