খালেদা জিয়ার কাছে পুরো জাতি ঋণী : মোহাম্মদ মোসাদ্দেক আলী
এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, দেশ- জাতি, বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের জন্য খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, পুরো জাতি তাঁর কাছে ঋণী হয়ে থাকবে। আমি মনে করি; পুরো জাতি খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা সবাই তাঁর কাছে ঋণী। ১৯৭১ সাল থেকে তিনি দেশ ও জনগণের কথা বলে গেছেন। দেশ ও জাতিকে যদি সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা যায়, তাহলে কিছুটা হলেও তাঁর প্রতি দেশের ঋণ পরিশোধ করা সম্ভব হবে।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজারস্থ বিএসইসি জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মোহাম্মদ মোসাদ্দেক আলী এসব কথা বলেন।
অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আজকে আমরা এমন একজনের জন্য সমবেত হয়েছি, যাঁর সঙ্গে আমার দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে। তিনি আমার মাতৃতূল্য। আমাকে ছেলের মতো স্নেহ করতেন। আপনারা দেখেছেন, আমি সব সময় বলেছি, অনেক আগেই আমি আমার পিতা-মাতাকে হারিয়েছি, কাল আমার আরেক মাকে হারালাম। এ সময়ে আমার জন্য কথা বলা খুবই কঠিন।
মোসাদ্দেক আলী বলেন, গতকাল দেশের ও দেশের বাইরের অনেক মিডিয়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছে কিছু বলার জন্য। আমার এই মানসিক পরিস্থিতির কারণে সবাইকে অনুরোধ করেছি যে প্রয়োজনে পরে কথা বলবো; এখন সে অবস্থায় নাই। তারপরও যেহেতু আজকে এনটিভির এই অনুষ্ঠান, আমি এনটিভির দায়িত্বে আছি সে কারণে আমার না বললেই নয়, সে কারণেই দাঁড়িয়েছি। আমার কথা-বার্তায় ভুল-ত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
মোসাদ্দেক আলী বলেন, আমি শুধু একটি কথা বলতে চাই, আজকে যাঁর জন্য, যাঁকে নিয়ে আলোচনা করবো যে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর আলোচনার আগে গতকালকে জানাজা হয়েছে। আপনারা দেখেছেন জানাজা নিয়ে এনটিভিতে একটা নিউজ হয়েছে, যেখানে বলেছে এটা জানাজার শহর। তারপর রাতে যখন নিউজ দেখলাম, সারা বাংলাদেশে যে গায়েবানা জানাজা হয়েছে, আসলে বলা যায় বাংলাদেশটাই জানাজার শহরে পরিণত হয়েছিল। এটি শুধু কার জন্য, বেগম খালেদা জিয়ার জন্য। কেন এই আয়োজন, আসলে তিনি সেটা দাবি করে, তাঁর যে সততা, নিষ্ঠা, দেশপ্রেম, ইসলামী মূল্যবোধ। তার জন্য আমরা যা করেছি আমি মনে করি সেটা কমই হয়েছে।
এনটিভির চেয়ারম্যান বলেন, গতকাল জানাজার সময় তাঁর সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি কথা বলেছেন, উনি পারিবারিক শিক্ষা থেকেই বলেছেন ওনার নম্রতা ভদ্রতার কারণেই বলেছেন যে, আমার মার কাছে যদি কেউ কোনো পাওনা-দাওনা থেকে থাকেন আপনারা বললে আমি পরিশোধ করে দিবো। এটা আসলে পারিবারিক শিক্ষা থেকেই বলেছেন। তাঁর প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।
এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, ১৯৭১ সাল থেকে তিনি দেশ ও জনগণের কথা বলে গেছেন। দেশ জাতিকে যদি সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা যায়, তাহলে কিছুটা হলেও তার প্রতি দেশের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। যেহেতু এনটিভির স্মরণ সভা তাই একটি কথা বলবো ওয়ান ইলেভেনের সময় যখন এনটিভিতে আগুন লেগেছিল তখন আমি জেলে ছিলাম। ওই সময় দেশনেত্রী খালেদা জিয়া নিজে এনটিভিতে এসে হাজির হয়েছিলেন। তিনি সবার জন্য অনেক আন্তরিক ছিলেন। শুধু তাই নয় খালেদা জিয়ার সময়ে এনটিভির পথ চলা শুরু হয়।
এনটিভির চেয়ারম্যান আরও বলেন, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতেও হাজির হয়েছেন। শহীদ ওসমান শরিফ হাদির মুখের একটি কথা আমি শুনেছিলাম। তিনি বলেছিলেন, খালেদা জিয়া যদি হাসে বাংলাদেশও হাসে আর খালেদা জিয়া যদি কাঁদে বাংলাদেশও কাঁদে। আসলেই তাই, খালেদা জিয়া নিজেই একজন বাংলাদেশ। আরও কয়েক প্রজন্মে এ ধরনের নেত্রী এ দেশে আর আসবে বলে আমার মনে হয় না। আমি সবার কাছে এ মুহূর্তে শুধু এটাই বলবো, সবাই দোয়া করবেন যেন, আল্লাহতায়ালা দেশমাতা খালেদা জিয়ার সকল ভুল ত্রুটি ক্ষমা করে যেন জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আল্লাহ যেন তার পুরোপরিবার ও জাতিকে শোক কাটিয়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
দোয়া মাহফিলে হাফেজ ক্বারী জহিরুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে খালেদা জিয়ার সকল ভুল ত্রুটি ও গুনাহের ক্ষমা চেয়ে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ, এনটিভির পরিচালক নুরুউদ্দীন আহমেদসহ এনটিভির কর্মকর্তা-কর্মচারি, কলাকুশলী ও মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ নামাজ আদায়কারী মুসল্লিরা অংশ নেন।

নিজস্ব প্রতিবেদক