খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এনটিভিতে দোয়া মাহফিল
তিনবারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে এনটিভির আয়োজনে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আসর রাজধানীর কারওয়ানবাজারে বিএসইসি ভবনের জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে এনটিভি কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেক।
দোয়া মাহফিলে হাফেজ ক্বারী জহিরুল ইসলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন। পরে খালেদা জিয়ার সকল ভুল ত্রুটি ও গুনাহের ক্ষমা চেয়ে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। দোয়া ও মিলাদ মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও এনটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী, এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. আশফাক উদ্দিন আহমেদ, এনটিভির পরিচালক নুরুউদ্দীন আহমেদসহ এনটিভির কর্মকর্তা-কর্মচারি, কলাকুশলী ও মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ নামাজ আদায়কারী মুসল্লিরা অংশ নেন।
অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, আজকে আমরা এমন একজনের জন্য সমবেত হয়েছি, যার সঙ্গে আমার দীর্ঘ সময় কাজ করার সুযোগ হয়েছে। তিনি আমার মাতৃতূল্য। আমাকে ছেলের মতো স্নেহ করতেন। আপনারা দেখেছেন, আমি সব সময় বলেছি, অনেক আগেই আমি আমার পিতা-মাতাকে হারিয়েছি, কাল আমার আরেক মাকে হারালাম। এ সময়ে আমার জন্য কথা বলা খুবই কঠিন।
আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেন, দেশ- জাতি, বাংলাদেশ জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধের জন্য তিনি যে ত্যাগ করেছেন তার জন্য পুরো দেশ খালেদা জিয়ার কাছে ঋণী। আমি মনে করি পুরো জাতি খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞ থাকবে। আমরা সবাই তার কাছে ঋণী। ১৯৭১ সাল থেকে তিনি দেশ ও জনগণের কথা বলে গেছেন। দেশ ও জাতিকে যদি সততা ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে তোলা যায়, তাহলে কিছুটা হলেও তাঁর প্রতি দেশের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। যেহেতু এনটিভির আয়োজনে এই মাহফিল, তাই একটি কথা বলব। ওয়ান-ইলেভেনে এনটিভিতে যখন আগুন লেগেছিল তখন আমি জেলে ছিলাম। ওই সময় দেশনেত্রী খালেদা জিয়া নিজে এনটিভিতে এসে হাজির হয়েছিলেন। তিনি সবার প্রতি অনেক আন্তরিক ছিলেন। শুধু তাই নয়, খালেদা জিয়ার সময়েই এনটিভির পথ চলা শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক