টি-টোয়েন্টি বিশ্বকাপ ও বিসিবির সিদ্ধান্ত নিয়ে যা বললেন মির্জা ফখরুল
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তের প্রতি একমত প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
সম্প্রতি ভারতের প্রিমিয়ার লিগে (আইপএল) চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই এই সিদ্ধান্ত নেয় শাহরুখ খানের দলটি। ভারতের উগ্রপন্থি বেশ কয়েকটি সংগঠনের হুমকির পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
এই ঘটনার প্রতিক্রিয়ায় তাৎক্ষণিকভাবে বিসিবি ভারতের ভেন্যুতে অনুষ্ঠেয় বাংলাদেশের টিটোয়েন্টি বিশ্বকাপের খেলা সহআয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে আইসিসিকে চিঠি দেয়। বিসিবি জানায় তারা ভারতে বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে পাঠাবে না।
ঠাকুরগাঁওয়ে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করতে গিয়ে ভারতে বিশ্বকাপ ও বিসিবির সিদ্ধান্ত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও দেশের সম্মান জড়িত। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।’

লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও