শীতার্ত মানুষের পাশে এনটিভি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও হতদরিদ্র চা শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। ঘন কুয়াশা ও কনকনে ঠাণ্ডার মধ্যে শ্রীমঙ্গলের খাইছড়া চাবাগান এলাকায় এনটিভি পরিবার ২শরও বেশি শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করেছে।
শীতের শুরুতে কম্বল পেয়ে খুশি চা শ্রমিকেরা এনটিভি কর্তৃপক্ষের জন্য কৃতজ্ঞতা ও দোয়া প্রকাশ করেন। আমন্ত্রিত অতিথিরা এনটিভির এই মহৎ উদ্যোগের প্রশংসা করে বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগগুলো দেশের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এনটিভি অনলাইন ডেস্ক