‘চুরি করতে গিয়ে’ তাড়া খেয়ে পশুর নদে ঝাঁপ, চার দিন পর মিলল লাশ
মোংলায় চুরি করতে যাওয়ার অভিযোগে নিরাপত্তাকর্মীদের তাড়া খেয়ে পশুর নদে পড়ে নিখোঁজ হয়েছিলেন মো. আহাদ মুন্সী (২২) নামের এক যুবক। পরে চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে পশুর নদের বিদ্যারবাহন-শেলাবুনিয়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
আহাদ মুন্সী মোংলার পাশের উপজেলা রামপালের রাজনগর ইউনিয়নের কালেখারবেড় এলাকার বাসিন্দা। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন বলে জানা গেছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, মোংলার বুড়িরডাঙ্গা ও রামপালের রাজনগর ইউনিয়নের মাঝামাঝি এলাকার জমির ওপর নির্মিত ওরিয়ন গ্রুপের সৌর বিদ্যুৎ প্রকল্পে রাজনগরের চার ব্যক্তি গত শুক্রবার চুরির উদ্দেশ্যে যান। সেখানকার নিরাপত্তাকর্মীরা প্রকল্পের মধ্যে তাঁদের দেখতে পেয়ে ধাওয়া করেন। তখন তাড়া খেয়ে ওই ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। পালানোর সময় তিন জন নিরাপদে সরে যেতে পারলেও একজন ভয়ে পশুর নদে ঝাঁপ দেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের চার দিনের মাথায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পশুর নদের শেলাবুনিয়া এলাকা দিয়ে স্রোতে লাশটি ভেসে যেতে দেখে সেটি ঠেলে চরে আটকে পুলিশে খবর দেন স্থানীয়রা। এরপর খবর পেয়ে মোংলা থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার সকালে লাশটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানানো হয়েছিল।
ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘গত শুক্রবার চার জন চোর ওরিয়নের সোলার প্যানেলে চুরি করতে গিয়ে নিরাপত্তাকর্মীদের ধাওয়া খায়। ওই চার জনের মধ্যে আহাদ সেসময় পালাতে গিয়ে নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। নিখোঁজের চার দিনের মাথায় তাঁর লাশ স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা সেটিকে আটকে আমাদের খবর দেন।