চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী হত্যায় মামলা, একজন গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তপু হত্যার ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে নিহতের ভাই আলিহীম মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখসহ আরও তিনজনকে আসামি করা হয়েছে।
নিহত মাহবুবুর রহমান তপু চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার আব্দুল মজিদের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, এ ঘটনায় পুলিশ সুমন নামের এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করছে। তপু হত্যার পর থেকেই মাঠে আছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরে মাহবুবুর রহমান তপু নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে আলহেলাল ইসলামি একাডেমি চত্বরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।