চুয়াডাঙ্গায় করোনা রোধে গণসচেতনতায় যৌথ ক্যাম্পেইন
করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চুয়াডাঙ্গায় যৌথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও রাজনৈতিক দলগুলোর উদ্যোগে আজ শুক্রবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইন চলাকালে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান, চিকিৎসা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার বলেন, ‘কোভিড-১৯ বিষয়ে শুধু জানলেই হবে না, মানতেও হবে। এজন্য জনসচেতনতার কোনো বিকল্প নেই।’
ক্যাম্পেইন চলাকালে বাজারটিতে সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।