আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, সারা দেশে বিক্ষোভ
ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ, ভাঙচুরসহ জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। সারা দেশ থেকে এনটিভি প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।
হাম্মদ আবু তৈয়ব, খুলনা : ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে (৩ ডিসেম্বর) নগরীর কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে শেষ হয়।
এর আগে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সদস্য সচিব শফিকুল আলম তুহিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, সাবেক সংসদ সদস্য সৈয়দা নার্গিস আলী, কাজী মাহমুদ আলী, শের আলম সান্টু, আব্দুল কালাম জিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু, জুলফিকার আলী জুলু।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহে আগরতলায় বাংলাদেশের উপহাইকমিশনে হামলা ও ভাঙচুরসহ জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নটরডেম কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর দেড়টার দিকে শিকারিকান্দা এলাকায় নটরডেম কলেজ শিক্ষার্থীরা এ কর্মিসুচী পালন করে। বিক্ষোভ মিছিল শহরের তিন কিলোমিটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউনহল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখনে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।
এ বি এম ফজলুর রহমান, পাবনা : আগরতলয় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বেলা সাড়ে ১১টায় সরকারি এডওয়ার্ড কলেজের ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের লতিফ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, ভারতের উগ্রবাদিরা বাংলাদেশে অস্থিরতা তৈরির জন্য আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায়। ভারত এর মাধ্যমে স্পষ্ট করল বাংলাদেশ নিয়ে তারা গভীর ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা হামলা চালিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমরা সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেব। শিক্ষার্থী-জনতার রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে ভারতীয় উগ্রবাদীদের আস্ফালন মেনে নেওয়া হবে না।