ছোট বোনকে ডুবতে দেখে পুকুরে ঝাঁপ, প্রাণ গেল দুজনেরই
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরালু এলাকায় গতকাল রোববার বিকেলে এ ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই বোনের নাম সায়মা আক্তার (১২) ও চাঁদনি আক্তার (১৪)। তারা বরালু এলাকার ওসমান জসিমউদ্দিনের মেয়ে।
জানা গেছে, গতকাল রোববার বিকেল ৩টার দিকে সায়মা আক্তার বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। এ সময় বড় বোন চাঁদনী আক্তার তাকে উদ্ধার করার জন্য পানিতে ঝাঁপ দিলে সেও ডুবে যায়।
পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।
এরপর পুলিশ রাত পৌনে ১২টার দিকে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।