জমি নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ
শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফজিলা খাতুন (৩৬) নামের এক গৃহবধূ। অভিযোগ উঠেছে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ বুধবার সকালে ওই গৃহবধূ মারা যান।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিহতে স্বজনদের বরাত দিয়ে জানান,পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি নিয়ে নিহত ফজিলার ভাইদের সঙ্গে স্থানীয় আলিফ ও হানিফদের বিবাদ বাধে। তারা তাদের পছন্দমতো ক্রেতার কাছে জমি বিক্রি করতে নিহত ফজিলার ভাইদের চাপ দেন। গত সোমবার সকালে এ ব্যাপারে আলাপের জন্য ফজিলাকে ডেকে নেয় আলিফ ও হানিফরা। এরপর ফজিলাকে মারধর করে আহত করেন তারা।
আহত ফজিলাকে সেদিনই শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ফজিলা মারা যান।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও জানান,লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।