জমি নিয়ে বিরোধে ভাসুরের হাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাসুরের রডের আঘাতে বালা বেগম (৩০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান বালা বেগম। এদিকে, এ ঘটনায় অভিযুক্ত খোরশেদ আলমের ছেলে ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা।
অভিযুক্ত ব্যক্তির নাম খোরশেদ আলম। নিহত বালা বেগম সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের নুর আলম নুরুর স্ত্রী। বালা বেগম অভিযুক্ত খোরশেদ আলমের সেজভাইয়ের স্ত্রী।
স্থানীয়রা জানায়, খোরশেদরা পাঁচ ভাই ও দুই বোন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দীর্ঘদিন তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। সম্প্রতি নুরু তাঁর ঘরের পাশে নতুন রান্নাঘর তোলেন। এ নিয়ে তাঁর সঙ্গে সেজো ভাই খোরশেদের বিরোধ শুরু হয়। আজ দুপুরে তারা বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খোরশেদ রড দিয়ে ছোটভাই নুরুর স্ত্রী বালা বেগমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতিতে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান বালা। ঘটনার পর থেকেই অভিযুক্ত খোরশেদ পলাতক রয়েছেন।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শিপন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি আমি শুনিনি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’