জাপার বহিষ্কৃত নেতাদের দলে ফেরাতে নির্দেশ রওশনের

Looks like you've blocked notifications!
বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত ও অব্যাহতি পাওয়া নেতাকর্মীদের দলে ফিরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। আজ বুধবার এক চিঠির মাধ্যমে দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরকে এই নির্দেশ দেন তিনি। সেখানে বলা হয়, দলের গঠনতন্ত্র অনুযায়ী এই চিঠি দেওয়া হয়েছে। 

বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ বলেন, একটি নিবন্ধিত রাজনৈতিক দল দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন প্রণীত বিধান অনুযায়ী তার কার্যক্রম পরিচালনা করে থাকে। সেখানে দলের নেতাকর্মীদের গণতান্ত্রিক অধিকার হরণের কোনো সুযোগ নেই। পাশাপাশি সারা দেশের নেতাকর্মীরাও গঠনতন্ত্রে বর্ণিত এধরনের অগণতান্ত্রিক ধারার বিপক্ষে অবস্থান নিয়েছেন।

জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে উদ্দেশ্য করে রওশন বলেন, ‘আপনি যখন তখন তৃণমূল থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত যে কাউকে দায়িত্ব থেকে বিনা নোটিশে শোকজে অব্যাহতি ও বহিষ্কার করে একজন রাজনৈতিক কর্মীর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করে চলেছেন প্রতিনিয়ত।’

বিজ্ঞপ্তিতে রওশন এরশাদ বলেন, সাম্প্রতিক দলীয় কার্যক্রম পর্যালোচনা করে আমার কাছে মনে হয়, বিগত দিনে দলের বহু সিনিয়র, অভিজ্ঞ দায়িত্বশীল পরীক্ষিত নেতাকর্মীদের নিষ্ক্রিয় করে রাখা হয়েছে, পদোন্নতি বঞ্চিত করে রাখা হয়েছে, যা পার্টিকে দিন দিন দুর্বল করার নামান্তর।

পার্টির মধ্যে অগণতান্ত্রিক ভাব-আবহ সৃষ্টির কারণে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছে এবং ভীতি ছড়িয়ে পড়ছে। ফলে পার্টি খণ্ডিত হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিচ্ছে বলে জানান তিনি।

পরে ওই চিঠিতে দল থেকে অব্যাহতি পাওয়া মশিউর রহমান রাঙ্গা, জিয়াউল হক মৃধা, আবদুল গাফফার বিশ্বাস, এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ ও ইকবাল হোসেন রাজুকে দলে আগের পদে ফিরিয়ে নিতে আদেশ দেন তিনি।