জামালপুরে গৃহবধূর লাশ উদ্ধার
জামালপুর সদর উপজেলায় আঁখি বেগম (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হরিণাকান্দা গ্রামে আঁখির স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
আঁখি বেগম সদর উপজেলার পশ্চিম কুচনধার গ্রামের নুরুল হকের মেয়ে।
আঁখির বাবা নুরুল হক বলেন, সাত মাস আগে হরিণাকান্দা গ্রামের হেলি মিয়ার ছেলে মিলন মিয়ার (২৫) সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। এক সপ্তাহ আগে জোর করে তাঁর বাড়ি থেকে মেয়েকে নিয়ে যায় স্বামী মিলন মিয়া। আঁখিকে প্রায়ই মারধর ও নির্যাতন করা হত। তাঁকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নুরুল হক।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা টিপু সুলতান দাবি করেন, আঁখি বেগম পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
টিপু সুলতান জানান, লাশ উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে জামালপুর সদর থানায় মামলার প্রস্ততি চলছে।