জামালপুরে বাবাকে হত্যায় ছেলের আমৃত্যু কারাদণ্ড
জামালপুরের দেওয়ানগঞ্জে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ রোববার দুপুরে আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এ রায় দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি শাহীনুর রহমানের (২৫) বাড়ি দেওয়ানগঞ্জের খড়মা খানপাড়া এলাকায়। তিনি ২০১৭ সালের ২৪ জুলাই নিজবাড়িতে তার বাবা আবু সাঈদকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা গুচ্ছগ্রাম এলাকার বাড়িতে শাহীনুর রহমান স্ত্রী হালিমা খাতুনকে (২০) নিয়ে বসবার করেন। একই বাড়িতে বাবা আবু সাঈদ পৃথকভাবে বসাবস করতেন। ২০১৭ সালের ২৪ জুলাই শাহীনুর রহমানের সঙ্গে তার বাবা আবু সাঈদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কলহ হয়। এর এক পর্যায়ে শাহীনুর রহমান কোদাল দেয়ে তার বাবা আবু সাঈদের মাথায় ও পেটে কুপিয়ে গুরুতর জখম করে বাড়ির উঠানে ফেলে রেখে স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পরে প্রতিবেশীরা গুরুতর আহত আবু সাঈদকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরের দিন এ ঘটনায় নিহত আবু সাঈদের মেয়ে কালনী আক্তার বাদী হয়ে শাহীনুর রহমান ও তার স্ত্রী হালিমা খাতুনের নামে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় ২৫ জন সাক্ষীর মধ্যে মোট ১৬ জনের সাক্ষ্যর ভিত্তিতে আসামি শাহীনুর রহমানকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডাদেশ এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অপরদিকে অপরাধ প্রমাণিত না হওয়ায় শাহীনুরের স্ত্রী হালিমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন তাইজুল ইসলাম তাজুল।