জামায়াতের আমির শফিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন করেন যাত্রাবাড়ী থানা পুলিশ।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মাহমুদুর রহমান এ বিষয়ে এনটিভি অনলাইনকে নিশ্চিত করে বলেন- ডা. শফিকুর রহমানের ১০ দিনের রিমান্ড আবেদন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে শুনানি হবে।
এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে রাজধানী উত্তরা থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, কি কারণে ডা. শফিককে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি পুলিশের পক্ষ থেকে।
এদিকে জামায়াত আমিরের গ্রেপ্তারের প্রতিবাদে আজ সকালে রাজধানীতে বিক্ষোভ করেছে মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।