জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে আরও পাঁচজনের সাক্ষ্যগ্রহণ

Looks like you've blocked notifications!
জি কে শামীম। ফাইল ছবি

মানিলন্ডারিং আইনের মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আট জনের বিরুদ্ধে আরও পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত -১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দেন। এদিন সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ১৮ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।

২০২০ সালের ১০ নভেম্বর এ মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।  এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সাঈদ তদন্ত শেষে গত ৪ আগস্ট ঢাকার সিএমএম আদালতে জিকে শামীম ও তার সাত দেহ রক্ষীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

নথি থেকে জানা গেছে, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর দুপুরে নিকেতনের নিজ বাসা থেকে শামীমকে আটক করা হয়। এ সময় জিকে শামীমের কাছ থেকে প্রায় ২০০ কোটি টাকার এফডিআর চেকসহ বিপুল পরিমাণ দেশি-বিদেশি টাকা জব্দ করা হয়। এ সময় তার কাছ থেকে একটি অস্ত্রও পাওয়া যায়।