জয়পুরহাটে অটোভ্যানচালককে গলা কেটে হত্যা
জয়পুরহাটে জলিল মণ্ডল (৩৩) নামের এক অটোভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে জেলার সদর উপজেলার ত্রিমোহনী এলাকার একটি মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত জলিল মণ্ডল সদর উপজেলার কেন্দুল নয়াপাড়ার ফয়েন উদ্দিনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, গত শুক্রবার দুপুরে জলিল মণ্ডল নিজ বাড়ি থেকে অটোভ্যান নিয়ে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরেননি। গতকাল বিকেলে ত্রিমোহনী এলাকার মাঠে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহের পাশেই তাঁর অটোভ্যানটি পড়ে ছিল। এ কারণে পূর্ব শত্রুতার জের ধরে জলিল মণ্ডলকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।