জয়পুরহাটে করোনায় মৃত্যু ৩, নিশ্চিত হয়নি মাস্কের ব্যবহার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/06/21/joypurhat-news.jpg)
সীমান্ত জেলা জয়পুরহাটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৮০ শতাংশ। অথচ ঈদের আগে এ জেলায় করোনা সংক্রমণের এ হার ছিল মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ।
করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি ও করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঠেকাতে পৌরসভাসহ সদর উপজেলা, কালাই ও পাঁচবিবি পৌরসভা এলাকায় নতুন বিধিনিষেধ জারি করার পরও হাটবাজার, শপিংমল ও রাস্তাঘাটে যানবাহন ও মানুষের ভিড় কমছেই না। বাধ্যতামূলক করা হলেও শতভাগ মাস্ক পরা নিশ্চিত হয়নি এখনও।
এদিকে, আজ শেষ হচ্ছে গরুর হাট বন্ধের নিষেধাজ্ঞা। জারিকৃত ওই নিষেধাজ্ঞা অনুযায়ী, উল্লেখিত এলাকাসমূহে প্রতিদিন বিকেল ৫টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও গণপরিবহণ আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ থাকছে।