জয়পুরহাটে দুই লাখ টাকার জালনোটসহ আটক ৪
জয়পুরহাটের কালাই উপজেলায় জাল টাকা বেচাকেনার সময় চারজনকে আটক করেছে র্যাব। উপজেলার পুনট কোল্ড স্টোরেজের সামনে থেকে গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন নাটোরের সিংড়া উপজেলার তালহারা গ্রামের মানিক আকন্দ (৩৬), আব্দুস শুকুর আলী প্রামাণিক (৩৪), একই উপজেলার গোদনকুড়ি গ্রামের নায়েব আলী মৃধা ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের জাকারিয়া ফকির (৩১)।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, ‘গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে র্যাবের একটি আভিযানিক দল কালাই উপজেলার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের পুনট কোল্ড স্টোরেজ এলাকায় আকস্মিক অভিযান চালায়। ওই সময় পুনট কোল্ড স্টোরেজের সামনে বেচাকেনার সময় দুই লাখ টাকার জালনোটসহ এ চক্রের চার সদস্যকে র্যাব সদস্যরা হাতেনাতে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে রাতেই জয়পুরহাটের কালাই থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’