অন্তরঙ্গ ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ১
সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৭ মে) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের উপকমিশনার তারেক আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ২০১৪ সালে আমিনুলের সঙ্গে ফেসবুকের মাধ্যমে এক নারীর পরিচয় ও বন্ধুত্ব তৈরি হয়। পরে কৌশলে মেয়েটির ফেসবুক আইডির পাসওয়ার্ড নেয় আমিনুল। এরপর ওই নারীর মেসেঞ্জার থেকে তার স্বামীর সঙ্গে থাকা ভিডিও ও ছবি সংগ্রহ করেন তিনি। পরে ওই নারীকে প্রেমের প্রস্তাব দেন আমিনুল। ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হলে তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকেন। আমিনুল নানাভাবে ব্ল্যাকমেইল করে বিভিন্ন সময়ে ভিকটিমের কাছ থেকে আড়াই লাখ টাকা আত্মসাৎ করেন। একপর্যায়ে ভিকটিম টাকা দিতে এবং আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় আমিনুল ওই নারীর ছবি ও ভিডিও তার স্বামী, আত্মীয়-স্বজন ও পরিচিতদের ইনবক্সে পাঠাতে থাকেন।
তারেক আহমেদ বলেন, ‘ভুক্তভোগী রাজধানীর খিলক্ষেত থানায় গত ১৮ এপ্রিল মামলা করেন। ওই মামলায় আমিনুলকে গ্রেপ্তার করা হয়।’