রিজভীর পা ধরে সালাম, ট্রাফিক সার্জেন্ট আরিফুলকে প্রত্যাহার
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ট্রাফিক মিরপুর বিভাগের (মিরপুর জোন) অধীনে নিয়োজিত সার্জেন্ট মো. আরিফুল ইসলামের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়—তিনি ইউনিফর্ম পরে কর্তব্যরত অবস্থায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ধরে সালাম করছেন।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
আদেশে বলা হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সার্জেন্ট আরিফুলকে ‘প্রশাসনিক কারণে’ তাৎক্ষণিকভাবে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরের দিকে মিরপুরে সার্জেন্ট তার নিয়মিত ট্রাফিক দায়িত্ব পালনের সময় এ ঘটনা ঘটে। এরপর ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বাহিনীর সব সদস্যকে কঠোরভাবে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করা উচিত নয়। এ ছাড়া জনসাধারণের সঙ্গে যেকোনো ভুল বোঝাবুঝি এড়াতে পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)