জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযোগে একজন কারাগারে
জয়পুরহাট পৌর এলাকায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ফারুক হোসেন (৪৯) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল রাতেই ফারুক হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ফারুক হাজীপাড়া মহল্লার যমুনা সিংয়ের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল দুপুরের দিকে জেলার পৌর এলাকার বাসিন্দা ফারুক হোসেন ওই শিশুকে ফুসলিয়ে একটি আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে ফারুক পালিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধারের পর জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হলে সন্ধ্যায় শিশুটির নানি ফারুককে আসামি করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর রাতেই অভিযুক্ত ফারুককে গ্রেপ্তার করে পুলিশ।
আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত ফারুক হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।