ঝালকাঠিতে ইলিশ ধরায় তিন জেলেকে কারাদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/10/13/jhalokathi.jpg)
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ঝালকাঠিতে আজ বৃহস্পতিবার তিন জেলের কারাদণ্ড। ছবি : এনটিভি
ঝালকাঠিতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে রাজাপুরের বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে মৎস্য বিভাগ। পরে ঝালকাঠির নির্বাহী ম্যাজিস্ট্রেট অংছিং মারমা তাদের এক বছর করে কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- নলছিটির ভেরনবাড়িয়া গ্রামের রবিউল ইসলাম, রিমন হাওলাদার ও হদুয়া গ্রামের স্বপন মোল্লা।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, ‘ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপক্ষো করে মা ইলিশ নিধনের দায়ে তিন জেলেকে এক বছর করে সাজা দেওয়া হয়েছে এবং ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জেলায় আটটি টিমের মাধ্যমে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত রয়েছে।’