ইলিশ ধরায় বরিশালে তিন জেলেকে কারাদণ্ড
বরিশালের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে তিন জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১২টায় কীর্তনখোলা নদীতে মাছ শিকার করায় তাদের এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত জেলেরা হলেন—সদর উপজেলার চরকাউয়া এলাকার আরাফাত মজুমদার (২৬), কাউনিয়া থানার চুরামন এলাকার রুবেল মৃধা (৩০) ও আজিজুল মৃধা (২৭)।
বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এ কারাদণ্ড দেন। তিনি বলেন, ‘মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে ছয় জেলেকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনজনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজন ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। এ সময় জব্দ করা জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।