ঝালকাঠিতে দুই দিনে ডায়রিয়ায় আক্রান্ত তিন শতাধিক
ঝালকাঠিতে হঠাৎ করেই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ঋতু পরিবর্তনের ফলে গত কয়েক দিনের গরমে এমনটি হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকেরা। ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে অনেক মানুষ। এদের মধ্যে বেশিরভাগ শিশু ও বয়স্ক। হাসপাতালের শয্যা খালি না পেয়ে মেঝেতেও চিকিৎসা নিচ্ছে আক্রান্তরা। প্রাদুর্ভাব দেখা দেওয়ায় গত দুই দিনে তিন শতাধিক রোগী ভর্তি হয়েছে।
জেলার সদর হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়ার চিকিৎসা নিয়েছে জেলার অগনিত মানুষ। হঠাৎ করে ডায়রিয়া বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা।
ঝালকাঠি সদর হাসপাতালের তথ্যমতে, গতকাল শুক্রবার থেকে আজ শনিবার দুপুর পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন প্রায় ২০০ রোগী। এছাড়াও প্রতিদিন ৫০ থেকে ৬০ জন ডায়রিয়ার রোগী জরুরি বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছে। তবে বেশি আক্রান্ত শিশু ও বয়স্করা।
এদিকে, ঝালকাঠি সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ১৩টি বেড থাকলেও আজ রোগী রয়েছে ৬২ জন। বিছানায় স্থান সংকুলান না হওয়ায় মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। এমন পরিস্থিতিতে বাইরের খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. আবুয়াল হাসান বলেন, ‘বয়স্ক ও শিশুরা বেশি ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। জনবল কম থাকা সত্ত্বেও আমরা সাধ্যমতো ডায়রিয়ার রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছি। এ অবস্থায় আক্রান্ত রোগীকে বিশুদ্ধ পানি ও নিরাপদ খাবার খাওয়াতে হবে। পাশাপাশি শিশুদের নিরাপদে রাখতে হবে।