ঝালকাঠিতে দুই হাজার আইভি স্যালাইন দিলেন সাংসদ আমির হোসেন আমু
ঝালকাঠিতে ভয়াবহ ডায়রিয়া পরিস্থিতি মোকাবিলায় যখন হিমসিম খাচ্ছেন চিকিৎসকরা, দেখা দিয়েছে আইভি স্যালাইন সংকট, ঠিক সেই মুহূর্তে পাশে দাঁড়িয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু। আজ সোমবার বিকেলে তিনি ব্যক্তিগতভাবে দুই হাজার আইভি স্যালাইন সরবরাহ করেন।
জেলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বিকেলে এ স্যালাইন গ্রহণ করেন। এর মধ্যে এক হাজার স্যালাইন সদর হাসপাতালের জন্য এবং এক হাজার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানান, করোনার মধ্যে তীব্র গরমে হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে বিছানা না পেয়ে অসংখ্য মানুষ গাদাগাদি করে বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। বারান্দায় চিকিৎসার পরিবেশ নেই বলেও অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। ডায়রিয়ায় আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু ও বয়স্ক। বিছানার অভাবে অনেকেই হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন।
এদিকে, হাসপাতালে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভয়াবহ এ পরিস্থিতি মোকাবিলায় হিমসিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী বলেন, ‘ডায়রিয়া পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত আইভি স্যালাইন প্রয়োজন। এমন পরিস্থিতির খবর শুনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু আমাদের দুই হাজার আইভি স্যালাইন দিয়েছেন। সংকটের মধ্যে এ স্যালাইন খুবই কাজে লাগবে।’
সংসদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘ডায়রিয়া পরিস্থিতিতে স্যালাইন সংকটের কথা শুনে আমি সদর হাসপাতাল ও নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই হাজার আইভি স্যালাইন সরবরাহ করেছি। হাসপাতালে যাতে পর্যাপ্ত স্যালাইন সরবরাহের ব্যবস্থা করা হয়, সেজন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আশা করি দ্রুত সময়ের মধ্যে সংকট মোকাবিলা করা যাবে।’