ঝালকাঠিতে লঞ্চে আগুন : বিষখালী নদী থেকে উদ্ধার দগ্ধ একজনের লাশ
ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০-এ আগুনে দগ্ধ একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায় বিষখালী নদী থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তাঁর পেটে পোড়া দাগ ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। তবে, এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আজ চতুর্থ দিনের মতো সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড সদস্যেরা। নিখোঁজের সন্ধানে এখনও নদীতীরে আছেন স্বজনেরা।
এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি নিখোঁজ ব্যক্তিদের স্বজনের নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু করবে আজ বিকেলে। সুগন্ধা নদীতীরে মিনি পার্কে তারা নমুনা সংগ্রহ করে ঢাকায় ডিএনএ পরীক্ষার জন্য পাঠাবে।