ঝালকাঠির বিষখালী নদীতে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে বন্ধুদের নিয়ে নৌভ্রমণে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজের দুদিন পর মো. রিফাত বিন আলিফ নামে বিএম কলেজের সেই ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।
আজ সোমবার সকালে বিষখালী নদীর বাকেরগঞ্জের নেয়ামতি এলাকা থেকে মো. রিফাত বিন আলিফের লাশ উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নদীতে থাকা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলকে জানালে তাঁরা গিয়ে লাশ উদ্ধার করে। নিখোঁজের স্বজনরা লাশ শনাক্ত করেন।
গত শনিবার সন্ধ্যায় বিষখালী নদীর সোনার বাংলা এলাকায় ঝড়ের কবলে পড়ে নৌভ্রমণের সময় নৌকাডুবিতে রিফাত নিখোঁজ হন। এ সময় নৌকায় থাকা রিফাতের ছয় বন্ধু সাঁতরে তীরে ওঠে প্রাণে বেঁচে যান।
মৃত মো. রিফাত শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়া গ্রামের মো. পলাশ হাওলাদারের ছেলে। তিনি বরিশাল বিএম কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। খবর পেয়ে কাঁঠালিয়ার ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারীদল রিফাতকে উদ্ধারে দুদিন ধরে অভিযান চালায়।
নিখোঁজ রিফাতের স্বজন ও স্থানীয়রা জানায়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২০ ব্যাচের সাত বন্ধু শনিবার বিকেলে নৌভ্রমণে বের হন। বিষখালী নদীতে বের হয়ে বেতাগী উপজেলার ফুলতলা চরে ইফতার করে। ফেরার পথে রাতে ঝড়ের কবলে পরে তারা। নদীর স্রোত ও ঢেউয়ে তাদের নৌকা ডুবে যায়। এ সময় ছয় বন্ধু সাঁতরে তীরে উঠতে পারলেও মো. রিফাত বিন আলিফ নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।