ঝিনাইদহে আদালত বর্জনের ঘোষণা আইনজীবী সমিতির
ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে আয়োজিতে এক সমাবেশে এ ঘোষণা দেন সমিতির সভাপতি খান আখতারুজ্জামান।
সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া মিলন, জ্যেষ্ঠ আইনজীবী আজিজুর রহমানসহ অনেকে।
সমিতির সভাপতি তাঁর বক্তব্যে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. হাসানুজ্জামানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি, অদক্ষতা এবং আইনজীবীদের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ করেন। চলমান অচলাবস্থা নিরসনে অনতিবিলম্বে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে অপসারণের দাবি জানান তিনি।
আগামী সোমবারের মধ্যে অভিযুক্ত ওই বিচারককে অপসারণ করা না হলে মানববন্ধন, বিক্ষোভসহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি।
এর আগে আজ সকাল ১০টার দিকে স্থানীয় বার ভবনে সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় আইনজীবীরা বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। তবে সংশ্লিষ্ট আদালতের পক্ষ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।