ঝিনাইদহে আড়াই হাজার পিস ইয়াবাসহ আটক ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/02/jhenaidah.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ আটক আনসার আলী।
ছবি : এনটিভি
ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আড়াই হাজার পিস ইয়াবাসহ আনসার আলী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার বারবাজার ডিগ্রি কলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আনসার আলী যশোরের অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বারবাজার এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আনসার আলীকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে আড়াই হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়।
এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানান ওসি।