ঝিনাইদহে করোনায় আরও পাঁচজনের মৃত্যু
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় পাঁচজনের মৃত্যু এবং ২৫০টি নমুনা পরীক্ষা করে ৮৬ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৪ শতাংশ।
জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন আজ সোমবার এ তথ্য জানিয়েছেন।
জাহাঙ্গীর হোসেন জানান, গতকাল ২৯২ জনের নমুনা পরীক্ষা করে ১১৩ জনের করোনা পজিটিভ হয়। শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৬৮ শতাংশ। গতকাল করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয় আটজনের।
তিনি আরও জানান, এ পর্যন্ত চার হাজার ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১০৭ জনের। সুস্থ হয়েছে তিন হাজার ৮৫ জন।
ঝিনাইদহ সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন অর রশিদ জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ভর্তি হয় ৫১ জন। আজ বেলা ২টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি আছে ১০৮ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত এ হাসপাতালে শিশুসহ ৬৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬৮০ জন করোনা রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সরকারঘোষিত বিধিনিষেধ বাস্তবায়ন এবং করোনার বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীসহ সেনা টহল জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে বাঁশ বেঁধে চেকপোস্ট বসানো হয়েছে। যানবাহন চলাচল বেড়েছে। তবে শহরের শপিংমল ও দোকানপাট বন্ধ রয়েছে।

মিজানুর রহমান, ঝিনাইদহ