যুক্তরাষ্ট্রে বিক্ষোভ : আইসিই এজেন্টদের যে বিধিনিষেধ মানতে হবে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বিক্ষোভের মুখে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্ট ও ফেডারেল এজেন্টদের ওপর বিধিনিষেধ জারি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) মার্কিন জেলা জজ ক্যাথরিন মেনেন্দেজ এ বিষয়ে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ‘অপারেশন মেট্রো সার্জ’ চলাকালে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের আটক করা এবং তাদের ওপর অস্ত্র ব্যবহার করা যাবে না।
আজ শনিবার (১৭ জানুয়ারি) ফক্স নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে আইসিএ এজেন্টদের গুলিতে মিনেসোটার বাসিন্দা রেনে গুড নিহত এবং চলমান আন্দোলনের প্রেক্ষিতে এমন বিধিনিষেধ জারি করা হয়েছে। বিধিনিষেধের ফলে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া নিষিদ্ধ হলো। ফেডারেল এজেন্টদের অবশ্যই দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তি কোনো অপরাধ করেছে কিনা বা আইনশৃঙ্খলা রক্ষার কার্যক্রমে বাধা দিচ্ছে কিনা—অর্থাৎ ‘সম্ভাব্য কারণ’ বা ‘যুক্তিসংগত সন্দেহ’ থাকতে হবে।
আদালতের আদেশ অনুযায়ী, ফেডারেল এজেন্টরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের ওপর পিপার স্প্রে বা অন্যান্য অ-প্রাণঘাতী অস্ত্র এবং ছত্রভঙ্গ করার সরঞ্জাম ব্যবহার করতে পারবেন না।
এমন আইনি পদক্ষেপ হোয়াইট হাউস এবং মিনেসোটার নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্বকে আরও উসকে দিতে পারে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি মিনিয়াপলিস জুড়ে বিক্ষোভকারীরা অবৈধ অভিবাসীদের লক্ষ্য করে চালানো অভিযানের বিরোধিতা করে কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে কর্মকর্তারাও সহিংসতার আশ্রয় নিয়েছেন। রেনি গুডকে হত্যার পর এই বিক্ষোভ নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা পৃথক দুটি ঘটনায় গুলি চালিয়েছেন। এর একটিতে গত সপ্তাহে রেনি গুড নিহত হন এবং গত বুধবার ভেনেজুয়েলার এক নাগরিক আহত হন। পৃথক আরেকটি ঘটনায় হোমল্যান্ড সিকিউরিটি নিশ্চিত করেছে যে, ৩৪ বছর বয়সী মেক্সিকান নাগরিক হেবার সানচেজ ডমিঙ্গুয়েজ আইসিই হেফাজতে মারা গেছেন। সংস্থার তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত অন্তত চারজন আইসিই হেফাজতে মারা গেছেন।
মিনেসোটার আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন জানিয়েছে, আইসিই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগের সংখ্যা বাড়ছে। বুধবার রাতে এক ভিডিও বার্তায় গভর্নর ওয়ালজ কেন্দ্রীয় এজেন্টদের বিরুদ্ধে ‘মিনেসোটার মানুষের ওপর সংগঠিত নৃশংসতার প্রচারণা’ চালানোর অভিযোগ তোলেন।
রেনি গুড-এর পরিবার বুধবার ঘোষণা করেছে, তারা এই হত্যাকাণ্ডের তদন্ত করতে এবং অফিসার ও সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে একটি শীর্ষস্থানীয় ল’ ফার্ম নিয়োগ করেছে। আইনজীবীরা বৃহস্পতিবার দাবি করেছেন যেন ওই গুলিবর্ষণ সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং প্রমাণ সংরক্ষণ করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক