ঝিনাইদহে করোনায় আরো একজনের মৃত্যু, সদরে আক্রান্ত ৩০
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/08/27/civil-surgeon-office-jhenidah.jpg)
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে শাহীন (৩৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা যান তিনি।
মৃত শাহিন মাগুরা পানি উন্নয়ন বোর্ডে কর্মরত ছিলেন।
মৃত শাহিনের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ জুলাই করোনা ধরা পড়ে শাহিনের। ওই দিনই তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে রাতে তিনি মারা যান। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলার কেন্দ্রীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে বলে জানা যায়।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, আজ পর্যন্ত ৪৫ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, নতুন করে ৪১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩০ জন, শৈলকুপায় তিনজন, হরিণাকুণ্ডুতে চারজন এবং কালীগঞ্জ উপজেলায় তিনজন ও কোটচাঁদপুরে একজন। এখন পর্যন্ত মোট ১৫৬২ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৯৮৭ জন। এই মুহূর্তে অস্থায়ী কোভিড-১৯ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে ১৪ জন এবং সদর হাসপাতালে চারজন ভর্তি রয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মৃত্যুর তালিকায় রয়েছে ২৩ জন। জেলার বাইরের হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের নাম স্থানীয়ভাবে তালিকাভুক্ত করা হচ্ছে না। এতে করে স্বাস্থ্য বিভাগের তালিকা দেখে মৃত্যুর প্রকৃত হিসাব পাওয়া কঠিন হবে।