ঝিনাইদহে করোনায় আরো একজনের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/05/29qirq3f.jpg)
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে আজ শনিবার আরো একজনের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি
ঝিনাইদহে করোনা আক্রান্ত হয়ে সুনীল বিশ্বাস ( ৬৮) নামের আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শনিবার রাত ৩টার দিকে কোভিড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে করোনা উপসর্গ থাকায় গত ২১ আগস্ট সদর হাসপাতালে ভর্তি হন সুনীল বিশ্বাস । ২৬ আগস্ট নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে। সেই থেকে অস্থায়ী করোনা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান জানান, মৃত সুনীল বিশ্বাসের মরদেহ সনাতন ধর্মের বিধান মতে জেলার মহিষাকুণ্ড শ্মশানে বেলা ২টার দিকে ফাউন্ডেশনের সদস্যরা সৎকার কাজটি সম্পন্ন করেছেন।