ঝিনাইদহে করোনায় তিনজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/08/17/jhenaidah_corona_updeat_pic.jpg)
ঝিনাইদহ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল (সাইনবোর্ডে ১০০ শয্যা লেখা থাকলেও হাসপাতালটি ২৫০ শয্যা)। ছবি : এনটিভি
ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৬১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১ দশমিক ১১ শতাংশ।
আজ মঙ্গলবার ঝিনাইদহ জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজন ও হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছে একজন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৪৪ জন।
ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, রোগীর চাপ কমতে শুরু করেছে। আজ সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে ৪৪ জনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে ৩৮ জন করোনা পজিটিভ রোগী।