ঝিনাইদহে ট্রাকের সঙ্গে বাসের ধাক্কা, নিহত বেড়ে ১০
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের পিরোজপুর এলাকায় বাসের সঙ্গে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ ১০ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আজ বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে।
নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন যশোর এমএম কলেজের শিক্ষার্থী রেশমা (২৫), মোস্তাফিজুর রহমান (২৫) ও দুর্ঘটনাকবলিত জে কে পরিবহণের বাসচালক সোহেল রানা (৩৫)।
কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মামুনুর রশীদ এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জে কে পরিবহণের বাসটি খুলনা থেকে মাগুরা যাচ্ছিল। বাসটি কালীগঞ্জ উপজেলার বারোবাজারের পিরোজপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে সামনের অপর একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই নয় যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরো ১০ জন।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় লাশগুলো উদ্ধার করে। আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে যশোর সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যান।
ট্রাফিক পরিদর্শক (টিআই) খন্দকার কামাল উদ্দিন বলেন, ‘এ দুর্ঘটনায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এত সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে কাজ করা হচ্ছে।’
এদিকে, দুর্ঘটনার পর পরই জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রানী সাহা ও জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।