ঝিনাইদহে ব্যবসায়ী আটক, অস্ত্র-গুলি জব্দ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/29/jhenai.jpg)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে মো. জোবায়ের হোসেন শাকিব নামের এক ব্যক্তিকে অস্ত্র ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে। ছবি : এনটিভি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁর কাছ থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশের এই এলিট ফোর্স দাবি করেছে।
আজ শুক্রবার ভোরের দিকে উপজেলার মিঠাপুকুর এলাকা থেকে মো. জোবায়ের হোসেন শাকিব নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি কালীগঞ্জ উপজেলার বারান্দিপাড়ার বাসিন্দা।
র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাসুদ আহম্মেদ দাবি করেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শাকিব র্যাবকে জানিয়েছেন, ইজিবাইকের ব্যাটারির ব্যবসার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা করে আসছেন। তাঁর কাছ থেকে চারটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৩টি গুলি জব্দ করা হয়েছে।
শাকিবের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাব কর্মকর্তা।