ঝড়ের পর বৃষ্টি, রাজধানীতে স্বস্তি
বৈশাখের মাঝামাঝিতে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে গেল ঝড়। বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কালো হয়ে ওঠে মেঘ, তারপর বইতে থাকে ঝড়ো হাওয়া। ডাকতে থাকে মেঘ। এরপর ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টিতে। বৃষ্টির সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যাওয়ায় বিকেলেও হেডলাইট জ্বালিয়ে চালাতে হয়েছে গাড়ি।
আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বেশ তাপ অনুভূত হতে থাকে। আর সন্ধ্যা ৬টার দিকে তা স্বস্তিদায়ক হয়ে ওঠে বৃষ্টিতে।
আবহাওয়া অধিদপ্তর যদিও আগেই এ বিষয়ে পূর্বাভাস দিয়েছিল। পূর্বাভাসে বলা হয়েছিল, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ।
আগামী তিন দিন (৭২ ঘণ্টা) আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।