টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/30/tangail_news_pic.jpg)
নৃশংসভাবে মানুষ হত্যা, ন্যক্কারজনক হামলা, নারকীয় তাণ্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। তবে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলে ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহসভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে বিক্ষোভ মিছিলটি বের হলেই পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে ধাওয়া দেয়। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।