ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্যের লাশ হস্তান্তর, আটক ২
গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত পুলিশ সদস্য সোহানুর রহমানের লাশ জানাজা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ওই ট্রাকের চালক ও হেলপারকে রাজবাড়ী থেকে আটক করেছে পুলিশ।
নিহত ওই পুলিশ সদস্য কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে।
আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে গোপালগঞ্জ পুলিশ লাইনস মাঠে সোহানুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সদস্য ও কর্মকর্তারা অংশ নেন।
পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান ও হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম নিহত পুলিশ সদস্যের মরদেহ তাঁর বাবা মঞ্জুর হোসেনের কাছে হস্তান্তর করেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় নাজমুল হোসেন সাব্বির নামের আরও এক পুলিশ সদস্য আহত হন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ তোফাজ্জেল হোসেন জানান, গতকাল রাতে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের সদস্য সোহানুর রহমান ও সাব্বির মোটরসাইকেলে করে হাইওয়ে ডিউটিতে বের হন। রাত ১২টার কিছু পরে তারা ক্যাম্পে ফিরে এসে ওয়াশ রুমে যান। ওয়াশ রুম থেকে বের হয়ে মোটরসাইকেলে ওঠার সময় পেছন দিক দিয়ে সিলিন্ডারবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তারা মারাত্মক আহত হয়। প্রথম তাদের কাশিয়ানী ও পরে তাদের গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সোহানুর রহমানকে মৃত ঘোষণা করে। মারাত্মক আহত সাব্বির গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
ওই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় হাইওয়ে পুলিশের এসপি হামিদুল আলমের দিক নির্দেশনায় রাজবাড়ী থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।