ঠাকুরগাঁওয়ে কোদাল দিয়ে কুপিয়ে বাবাকে হত্যা করল ছেলে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/28/thakurgaon-murder.jpg)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিহত সাইফুল ইসলামের বাড়ি ঘিরে মানুষের ভিড়। ছবি : এনটিভি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তাঁর ছেলে রাসেল রানার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রুপগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পরই পালিয়ে যান রাসেল রানা। নিহত সাইফুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সাইফুল ইসলামের স্ত্রী জানান, তাঁদের একমাত্র ছেলে রাসেল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। কথায় কথায় রেগে গিয়ে যে কাউকে মারধর করত। রাতের বেলায় রাসেল রানা এমন হত্যাকাণ্ড ঘটাবে, তা কেউ ভাবতেও পারেনি বলে জানান তিনি।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।