ঠাকুরগাঁওয়ে ধানক্ষেত থেকে স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/25/thakurgaon.jpg)
ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার ভোপলা গ্রামের ধানক্ষেতে রাসেল (১৪) নামের এক স্কুলছাত্রের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। আজ শনিবার দুপুরে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রাসেল সদর উপজেলা বেগুনবাড়ি ইউনিয়নের ভোপলা গ্রামের কৃষক সাদেকুল ইসলামে ছেলে। সে বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বনি আমীন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় রাসেল বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। দুপুরে তার চাচা ইয়াকুব আলী বাড়ির পাশে ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত রাসেলের পরিবারের দাবি, কয়েকদিন ধরে রাসেলের বোনকে এলাকার কয়েকজন বখাটে যুবক উক্ত্যক্ত করত। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়েই প্রাণ দিতে হয়েছে রাসেলকে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) তানভীরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত রহস্য জানা সম্ভব হবে।’